দাকোপ প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সভাপতি মোস্তফা খান, শচিন মন্ডল কোভিড ১৯ ভ্যাকসিন নিলেন।

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১

দাকোপ প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সভাপতি মোস্তফা খান, শচিন মন্ডল কোভিড ১৯ ভ্যাকসিন নিলেন।

বিশেষ প্রতিনিধি।খুলনার সুন্দরবন কোল ঘেষে ৩টি দ্বীপ নিয়ে অবস্থিত দাকোপ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি,সিনিয়র সাংবাদিক,সিনিয়র আওয়ামীলীগনেতা,৮০,র দশকের রাজপথ কাঁপানো, কারাবরনকারি সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তফা খান ও দাকোপ প্রেসক্লাবের বার বার নির্বাচিত সভাপতি,সাংবাদিক শচিন্দ্রনাথ মন্ডল সহ অনেকেই আজ কোভিড ১৯ ভ্যাকসিন নিয়েছেন। ভ্যাকসিন গ্রহনকালে দাকোপ উপজেলার স্বনামধন্য স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হোক নিজামীসহ হাসপালের বেশ কয়েকজন মেডিকেল অফিসার,নার্স ও কর্মচারিরা উপস্থিত ছিলেন। গত পরশু সর্ব প্রথম নার্স শ্যামলী রায় কে টিকা দিয়ে টিকা কর্মসুচির উদ্ধোধন করা হয়। ওই দিন রবিবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা প্রকৌশলী,পুলিশ কর্মকর্তারা সহ অনেকেই ভ্যাকসিন গ্রহন করেন। আজ মঙ্গলবার ৩ দিনে প্রায় ২৪৫ জন করোনা টিকা গ্রহন করেছেন। টীকা গ্রহন শেষে সকলের উদ্দেশ্য সিনিয়র সাংবাদিক বলেন মরনঘাতি করোনার এই মুল্যবান টিকা বাংলাদেশের মানুষ এতো সহজে এবং দ্রুত দিতে পারছি এটা সরকারের সাফল্য,জননেত্রী শেখ হাসিনার সাফল্য, কোন অপপ্রচারে কান না দিয়ে ধাপে ধাপে খুলনার সকলকেই এই টিকা নিতে হবে। কোন প্রকার ভুল করলে আমাদের ক্ষতি,দেশবাসির ক্ষতি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest