খালেদা জিয়ার করোনা শনাক্ত l

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২১

খালেদা জিয়ার করোনা শনাক্ত l

নিজস্ব প্রতিবেদক :বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়েছে। গতকাল শনিবার বিকালে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।
আজ রোববার (১১ এপ্রিল) খালেদা জিয়ার রিপোর্ট পজেটিভ এসেছে। এটা স্বাস্থ্য অধিদফতরের টেস্ট রিপোর্ট, তবে এ বিষয়ে পরিবার নিশ্চিত করেনি।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজায় কারাদণ্ড হয় খালেদা জিয়ার। ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে তার মুক্তি হয় ছয় মাসের। পরে ওই বছরের সেপ্টেম্বরে মুক্তির সময় আরও ছয় মাস বাড়ায় সরকার। এ বছরের মার্চে তৃতীয়বারের মতো ছয় মাসের মেয়াদ বাড়ানো হয়।


alokito tv

Pin It on Pinterest