ড্রীম এইড ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত l

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, মে ১০, ২০২১

ড্রীম এইড ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  l

স্টাফ রিপোর্টার: ড্রীম এইড ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানী ঢাকাসহ একই সময় বিভিন্ন জেলায় দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছেন। গতকাল রোববার বিকালে গুলিস্তান, প্রেসক্লাব, সুপ্রিম কোর্ট এলাকাসহ দেশের কয়েকটি জেলায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

করোনা কালীন শুরু থেকেই সরকারের পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ মূহুর্তে চিকিৎসা সেবা ও মানবতার কার্যাবলী করে কাজ করে যাচ্ছেন এই সংগঠনটি। ইফতারের পরে সংগঠনটির প্রধান কার্যালয়ে কেক কেটে ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। এছাড়া
বৈশ্বিক করোনার মহামারি মুক্তির জন্য দোয়া করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড্রিম এইড ফাউন্ডেশনের উপদেষ্টা ও ফরাজী হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ডাঃ আনোয়ার ফরাজী ইমন, উদ্ভোধক শহিদুল ইসলাম, হেড অফ সেলস, ডিবিসি নিউজ, প্রধান আলোচক মুফতি সৈয়দ হাফিজ মনির, কো-চেয়ারম্যানঃ সদাই-পাতি সুপার শপ লিঃ, বিশেষ অতিথি ছিলেন, মোঃ মনির উদ্দিন- সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, ড্রিম এইড ফাউন্ডেশন, মোঃ আবুল কালাম আজাদ-সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, ড্রিম এইড ফাউন্ডেশন। সভাপতিত্ব করেন মোহাম্মদ রাসেল, সভাপতি- ড্রিম এইড ফাউন্ডেশন

মোহাম্মদ রাসেল বলেন, ড্রিম এইড ফাউন্ডেশন গত ৪ বছর ধরে “মানবতার সেবায় অঙ্গিকারবদ্ধ” এই শ্লোগানে বিভিন্ন জেলায় মানবিক কাজ করে যাচ্ছে। দেশবাসী ও সমাজের বিত্তবান শ্রেণীর কে আহবান জানান, মানবতার সেবায় এগিয়ে আসার জন্য।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest