সড়ক দুর্ঘটনার সঠিক পরিসংখ্যানের নির্ভুলতায় প্রযুক্তি ব্যবহারের আহ্বান l

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, মে ২৪, ২০২১

সড়ক দুর্ঘটনার সঠিক পরিসংখ্যানের নির্ভুলতায় প্রযুক্তি ব্যবহারের আহ্বান l

মারুফ সরকার ,ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের অনেক সামাজিক সংগঠন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, বিশ্ব ব্যাংক সহ আরো অনেক প্রতিষ্ঠানের প্রতি বছর এর সড়ক দুর্ঘটনায় ও নও রেলে আহত নিহতের সংখ্যা একেক প্রতিষ্ঠান একেকভাবে গণমাধ্যমের কাছে তুলে ধরে। একটি পরিসংখ্যান এর সাথে আরেকটি পরিসংখ্যানের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। আমারে সকল পরিসংখ্যান উপস্থাপনের সময় আহত ও নিহত ব্যক্তিবর্গের নাম ঠিকানা ও তালিকা প্রকাশ করা হয় না। কেবলমাত্র উল্লেখ করা হয় কিছু পত্র-পত্রিকা ও টেলিভিশন দ্য অনলাইন থেকে সংগ্রহকৃত সংবাদের সামারি।

এক্ষেত্রে টেলিযোগাযোগ ও প্রযুক্তি সেবা ব্যবহার করে একদম নির্ভুল ও সঠিক পরিসংখ্যান তুলে ধরা সম্ভব বলে মনে করে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সোমবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত নিহতের সংখ্যা ব্যাপকভাবে গণমাধ্যমে প্রচার করলেও তাদের সঠিক তথ্য ও পরিসংখ্যান প্রকাশিত না হওয়ার ফলে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারবর্গ তাদের ন্যায্য হিস্যা ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি বলেন, ঈদুল ফিতর এর যাত্রা এ ঢাকা থেকে ছেড়ে যাওয়া এবং ফেরত আসা যাত্রীদের সংখ্যা ইতোমধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রকাশ করেছেন। গতকাল তিনি গণমাধ্যমকে বলেছেন ,ঈদ শেষে ৬২ লাখ মোবাইল সংযোগ অর্থাৎ গ্রাহক বা যাত্রীরা ঢাকায় ফিরেছে। প্রত্যেক যাত্রী অবশ্যই চলাফেরা করার সময় একটি মোবাইল ডিভাইস বহন করে থাকে। এবং এই মোবাইল ডিভাইস এর সংযুক্তি যেহেতু ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী ট্রাকিং এ থাকে তাই দুর্ঘটনায় পতিত হওয়া গ্রাহক বা যাত্রীকে শনাক্ত করা অত্যন্ত সঠিক কাজ।

সড়ক মন্ত্রণালয় এক্ষেত্রে ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহযোগিতা নিলে প্রতিবছর বা প্রতিদিন এমনকি প্রতি ঈদ যাত্রা কতজন যাত্রী নিহত আহত হয়েছে তার সঠিক চিত্র ও তথ্য জাতির সামনে তুলে ধরতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

মহিউদ্দিন আহমেদ বলেন, আমরা মনে করি ডিজিটাল বাংলাদেশের একযুগ পূর্তির পরেও হাস্যকর পরিসংখ্যান জাতি কখনো প্রত্যাশা করে না। আমরা চাই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সঠিক ও নির্ভুল তথ্য উপস্থাপনার পাশাপাশি প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারকে তার প্রাপ্ত ক্ষতিপূরণ পেতে সরকার প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করবেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest