দেশের সিএনজি অটোরিকশা যেন এক একটা চিড়িয়াখানার খাচা। সেই সাথে মরণফাঁদ।

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, জুন ৩০, ২০২১

দেশের সিএনজি অটোরিকশা যেন এক একটা চিড়িয়াখানার খাচা। সেই সাথে মরণফাঁদ।

নিজস্ব প্রতিবেদক ঃদেশের সিএনজি অটোরিকশা যেন এক একটা চিড়িয়াখানার খাচা। সেই সাথে মরণফাঁদ।

সেই খাচার আবার নিয়ন্ত্রণ থাকে সিএনজি চালকের হাতে৷ একবার দুর্ঘটনায় পড়লে চালক যদি দয়া করে সেই খাচা খোলে না দেন তবে বাচার আশা খুবই ক্ষীণ।

আজকে চট্রগ্রামে খালে পড়ে সিএনজি অটোরিকশার দুই যাত্রীর মর্মান্তিক মৃত্যুর জন্য দায়ী এই খাচা সিস্টেম।

খাচা দিয়ে দরজা আটকানো না থাকলে যাত্রী দুজন হয়তো বের হয়ে আসতে পারতেন।

সিএনজির দরজা খাচা দিয়ে আটকিয়ে রাখতে হবে আবার তার নিয়ন্ত্রণ থাকবে চালকের হাতে, দেশটা কি এতোটাই অরক্ষিত!


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest