রাজীবপুরে করোনা আক্রান্ত হয়ে এক ইউপি সদস্যের মৃত্যু

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২১

রাজীবপুরে করোনা আক্রান্ত  হয়ে এক ইউপি সদস্যের মৃত্যু

রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রাজীবপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নুরুল হক (৫৫) নামের এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১১ টায় শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নুরুল হক উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের কীর্তনতারী গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে সর্দি জ্বর শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ দেখা দিলে করোনা টেস্ট করানো হয়। করোনা টেস্টে পজিটিভ দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ রেফার্ড করে চিকিৎসকরা। পরিবারের সদস্যরা তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করায়।সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই তিনি শনিবার দিবাগত রাতে মৃত্যু বরণ করেন।রাজীবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সারওয়ার জাহান বলেন, নুরুল হক মেম্বরকে করোনা টেস্ট করানো হয়েছিল টেস্টে তার পজেটিভ এসেছিল।আমাদের এখানে অক্সিজেন এর সুব্যবস্থা এবং করোনার উন্নত চিকিৎসা সামগ্রী নেই।তাই উনাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে রেফার্ড করা হয়েছিল।পরে শুনেছি রাতেই তিনি মৃত্যু বরণ করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest