মুক্তাগাছায় পিতার হাতে শিশু পুত্র খুনঃ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২১

মুক্তাগাছায় পিতার হাতে শিশু পুত্র খুনঃ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার

মোবারক হোসেনঃ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের চন্দনীআটা গ্রামে পিতার হাতে শিশু পুত্র খুনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ময়মনসিংহ সদর সার্কেল মোহাম্মদ আলাউদ্দিন।

শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার দাওগাঁও ইউনিয়নের চন্দনীআটা গ্রামে পৌঁছেন তিনি। এসময় মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান ও এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলাউদ্দিন চন্দনীআটা এলাকায় শিশু বাচ্চা শরীফ (০৫) এর মরদেহ উদ্ধারের স্থান পরিদর্শন করেন। এসময় তিনি নিহত শিশু শরীফের দাদী ঘাতক শাজাহান এর মা ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে দাওগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার জামাল উদ্দিন বাদশা, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সঞ্জীব চন্দ্র মাইতী ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে শিশুটির লাশ দাফন করা নিয়েও কথা বলেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের বলেন, ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ঘাতক পিতা শাজাহান ও তার স্ত্রী আকলিমা বেগমের চিকিৎসা চলছে এবং সার্বক্ষণিক তাদের চিকিৎসার ব্যবস্থা তদারকির জন্য হাসপাতালে পুলিশ সদস্যদের রাখা হয়েছে। শিশু শরীফ হত্যা মামলাটি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতেও পুলিশ কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, গত ১২ আগস্ট রাতে চন্দনীআটা গ্রামে পিতার হাতে শিশু পুত্র শরীফ খুন এবং ঘাতক পিতা শাজাহান তার স্ত্রী আকলিমা বেগমকে হত্যার চেষ্টার পর নিজেও আত্নহত্যা করার চেষ্টা করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest