দেওয়ানগঞ্জ – সানন্দবাড়ী সড়ক মরন ফাঁদে পরিনত, জনদুর্ভোগ চরমে

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১

দেওয়ানগঞ্জ – সানন্দবাড়ী সড়ক মরন ফাঁদে পরিনত, জনদুর্ভোগ চরমে

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ শহর থেকে সানন্দবাড়ী হয়ে রৌমারী পর্যন্ত গুরুত্ব পূর্ণ সড়কটি এখন মরন ফাঁদে পরিনত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে খানা খন্দকে জীবনের ঝুকি নিয়ে চলছে যানবাহন। গুরুত্ব পূর্ণ সড়কে অসংখ্য খানা খন্দকের কারণে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। ২০২০ সালে সড়কটি মেরামত করলেও অল্প দিনেই সড়কের পিচ ঢালাই উঠে খানা খন্দক সৃষ্টি হয়েছে। সড়কটি দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ, হাতীভাঙ্গা, পাররামরামপুর, চরআমখাওয়া, ডাংধরা ইউনিয়ন হয়ে উত্তর বঙ্গ রাজীবপুর রৌমারীর সাথে সংযুক্ত। প্রতিদিন ওই সড়ক দিয়ে শত শত যানবাহন ও জনসাধারণ যাতায়াত করে থাকেন। ট্রাক চালক মিষ্টার আলী জানান, সরদারপাড়া মোড় হইতে ঝালোরচর বাজার পর্যন্ত প্রায় ২০ জায়গায় গর্ত এসব গর্ত দিয়ে গাড়ী চালানো কঠিন অবস্থা। অপর দিকে সানন্দবাড়ী হতে রৌমারী রাস্তার সীমান্ত পর্যন্ত প্রায় ১৫টি জায়গায় গর্ত রয়েছে, গাড়ি চলাচলে হরহামেশাই ঘটছে দূর্ঘটনা।

ইজি বাইক (অটো) চালক মাজেদ আলী বলেন, রাস্তায় বড় বড় গর্তের কারণে গাড়ী চালানো যায় না, তাই মাঝে মাঝে যাত্রী নামিয়ে দিয়ে গাড়ী চালাই।বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান (রাখাল) জানান, দেওয়ানগঞ্জ- সানন্দবাড়ী রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ, এ রাস্তাটি গত বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে, এরপর আর এ রাস্তায় কোন কাজ হয়নি, তাই রাস্তাটি মেরামত করা খুবই জরুরী।
সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, খুটারচর মোড় থেকে ঝালোরচর বাজার সড়কে অসংখ্য খানাখন্দক এর কারনে
ভারী যানবাহন চালাতে হিমশিম খাচ্ছেন চালকরা।উপজেলা প্রকৌশলী মোঃ সাঈদ হোসেন বলেন, সড়কটির দুপাশে ড্রেনিজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি বন্ধী হয়ে থাকায় মাঝে মাঝে খানাখন্দক সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লা বিন রশীদ জানান, যেখানে খানা খন্দক সৃষ্টি হয়েছে গর্ত গুলো সংস্কার করা হবে।জরুরি ভিত্তিতে এরাস্তাটি সংস্কার করে জনদুর্ভোগ থেকে পরিত্রাণ চান সাধারণ জনগণ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest