ঢাকা ২৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২১
মোবারক হোসেনঃ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের বটতলা বাজারের দক্ষিণ পাশে দাওগাঁও উত্তর পাড়া গ্রামে রাস্তা সংস্কার না হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানি বন্দি দেড় হাজারের অধিক মানুষ।
জানা যায়, বাজারের দক্ষিন পাশে তমির উদ্দিন মন্ডলের বাড়ি হতে নায়েব হাজীর বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল অবস্থায় রয়েছে। স্থানীয় জনসাধারণের দুর্ভোগ চরম আকার ধারণ করছে। রাস্তাটি সংস্কারের জন্য বিভিন্ন সময়ে সরকারি টাকা বরাদ্দ হলেও জনপ্রতিনিধিরা যথাযথভাবে কাজ না করায় এখন তা ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে বলে স্থানীয়দের অভিযোগ।
সরেজমিনে দেখা যায়, সরু রাস্তাটির দুপাশে একাধিক গোয়াল ঘরের বর্জ্য সরাসরি রাস্তায় পরে, একাধিক জায়গায় রাস্তা নিচু হওয়ায় দুপাশের পুকুরের পানিতে প্রায় ৫ ফুট পর্যন্ত তলিয়ে গেছে, রাস্তার উপর বাঁশের ঝাড় ও পুকুর খনন করা হয়েছে এতে যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটেও যাতায়াত প্রায় অসম্ভব।
এলাকাবাসী জানান, এই গ্রামের বেশির ভাগই জীবিকা নির্বাহ করে ভ্যান ও ব্যাটারি চালিতা অটো চালিয়ে, রাস্তার জন্য তাদের জীবন ধারণ করাও হুমকির মুখে পড়েছে, এখানে কেউ মৃত্যুবরণ করলে তার লাশ খাটিয়ায় করে ২ কিলোমিটার দূরের কবরস্থান নিতে চরম বেগ পোহাতে হয়। গ্রামের কেউ অসুস্থ হয়ে পরলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া সম্ভব হয়ে যায়, স্থানীয় মহল্লার মসজিদে নামাজ আদায়ের জন্য যেতেও ব্যপক সমস্যা হয় আর বৃদ্ধরা এতে আরো সমস্যার মধ্যে আছে। শুধু তাই নয়, রাস্তার এই বেহাল অবস্থার কারণে অনেকে এই গ্রামে ছেলেমেয়ে বিয়ে দিতে চায় না ও কোনো আত্মীয়স্বজনও এই গ্রামে আসতে চায় না।
বাসিন্দারা বলছেন, নির্বাচনের আগে রাস্তাটির সংস্কার করে দিবেন বলে আশ্বাস দিয়েছিলেন স্থানীয় সংসদ সদস্য, কিন্তু এখন তিনি মন্ত্রী হয়েছেন রাস্তাটিই হয়নি।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ময়মনসিংহ জেলা শাখার সাবেক সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু সাঈদ বলেন, রাস্তাটি বর্তমানে আমাদের জন্য অভিশাপ হয়ে দাড়িয়েছে। সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা এর জন্য দায়ী দাবি করে তিনি অবিলম্বে উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।
এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য বিরাজ আলী বলেন, “মাননীয় মন্ত্রী মহোদয় রাস্তাটি করার জন্য আমাকে নির্দেশ দিয়েছিলো, আমি করতেও গেছিলাম কিন্তু এ স্থানে রাস্তার বানানোর যথেষ্ট মাটি নেই। বাইরে থেকে মাটি পরিবহন করে রাস্তা করা সম্ভব না।”
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST