মুক্তাগাছায় কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২১

মুক্তাগাছায় কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

মোবারক হোসেনঃ ময়মনসিংহের মুক্তাগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শহিদুজ্জামানের সভাপতিত্বর উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ (এমপি)।

বিশেষ অতিথি ও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, গাজীপুর এর মহাপরিচালক ড. মোঃ নাজিরুল ইসলাম, বিএআরআই এর পরিচালক ড. মোহাম্মদ সামসুল আলম, ড. সোহেলা আক্তার, মুক্তাগাছা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরব আলী, পৌর মেয়র আলহাজ বিল্লাল হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর, সাবেক উপজেলা চেয়ারম্যান এড. বদর উদ্দিন আহমদ, থানা পুলিশ পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর আলম প্রমূখ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest