ফুলবাড়ীয়ায় ফলিয়ার খাল পানি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্নঃ সভাপতি সাদ্দাম, সম্পাদক রিপন

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২১

ফুলবাড়ীয়ায় ফলিয়ার খাল পানি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্নঃ সভাপতি সাদ্দাম, সম্পাদক রিপন

মোবারক হোসেনঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ফলিয়ার খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২১ ইং সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত নির্বাচনে চাকা প্রতিকের মোঃ সাদ্দাম হোসেন খান ২৯৬ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতিকের শরিফুল আজাদকে পরাজিত করে প্রথমবারের মতো সভাপতি এবং আনারস প্রতিকের মোঃ আবু রায়হান রিপন ২৯৪ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও পূর্বের কমিটির সাধারণ সম্পাদক কলসি প্রতিকের শামছুর রহমান সুমনকে পরাজিত করে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এর আগে সকাল ১০টা থেকে শুরু হয়ে নির্বাচন চলে বিকাল ৪টা পর্যন্ত। ৫৬২ ভোটের নির্বাচন দেখতে স্থানীয় ও আশেপাশের লোকজনের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
নির্বাচনে অংশ নেওয়া সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের সবাই ভোটার উপস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টির কথা জানান।

তবে সাধারণ সম্পাদক পদে কলসি প্রতিকে লড়াই করা শামছুর রহমান সুমন ব্যালটে তার প্রতিকের ছাপ স্পষ্ট নয় বলে দাবি করেন। এতে তার ভোটাররা ব্যাপক সমস্যার মধ্যে পরেন বলেও জানান তিনি। তিনি বলেন, এ ব্যাপারে তিনি তাৎক্ষণিক নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ করেও তার কোন প্রতিকার পাননি। শামছুর রহমান সুমন জানান, নির্বাচন থেকে তাকে সরানোর জন্যই বিশেষ মহল এমন ষড়যন্ত্র করে থাকতে পারে।
এ বিষয়ে উপজেলা সমবায় অফিসার এনামুল হক বলেন, আসলে প্রেসে ছাপানোর সময় কোন সমস্যা হতে পারে। এখানে দুটো প্রতিকই স্পষ্ট বুঝা যায়, এটি বড় ধরনের কোন সমস্যা নয় বলেও মনে করেন তিনি।

এ ছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ-সভাপতি পদে মোঃ রুহুল আমিন, কোষাধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা খাঁন এবং সদস্য পদে ৩ জন ও মহিলা সদস্য পদে ৪ জন নির্বাচিত হয়েছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest