সোনার নৌকা জিতে নিল ‘আল্লার দান’

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২১

সোনার নৌকা জিতে নিল ‘আল্লার দান’

মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ী হয়ে সোনার নৌকা জিতে নিয়েছে আল্লার দান নামের নৌকাবাইচ দল। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়।

উপজেলার করচার হাওড়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রথম হয় আল্লার দান গৌরারং সুনামগঞ্জ, দ্বিতীয় মা চন্ডি কোম্পানীগঞ্জ সিলেট এবং তৃতীয় হয় সোনার পাখি বিশ্বম্ভরপুর। প্রতিযোগিতায় আল্লার দান, মা চন্ডি, সোনার পাখি, রংবাজ, রূপালী পবন, দুরন্ত ও পবন নামে দলগুলো অংশ নেয়।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকি।

নৌকাবাইচে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিযোগী নৌকাসহ নানা রঙে সেজে মাঝিরা করচার হাওড়ে অবস্থান নেন। নৌকাবাইচে তারা নেচে গেয়ে হাওড় এলাকাকে উৎসবমুখর করে রাখেন। নৌকা ভাড়া নিয়ে হাওড়ে নেচে-গেয়ে আনন্দ উপভোগ করেন উৎসুক দর্শকরাও।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest