লালপুরে আনন্দ উৎসবের আমেজর শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২১

লালপুরে আনন্দ উৎসবের আমেজর শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি: করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান গুলো দীর্ঘ ১৭ মাস পরে সারা দেশের ন্যায় উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে নাটোরের লালপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছে।

রবিবার ১২ সেপ্টেম্বর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে গিয়ে মাস্ক ,হ্যান্ড সেনিটাইজার, ফুল ও চকলেট দিয়ে শিক্ষার্থীদের উৎসাহ দেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) শাম্মী আক্তার। সকাল থেকে শিক্ষার্থীদের কলহে মুখরিত হয়ে উঠে পুরো শিক্ষা প্রতিষ্ঠান গুলো। দীর্ঘ দিন পরে সহপাঠিদের সঙ্গে দেখা হয়ে তাদের মধ্যে দেখা দেয় আনান্দ ও উল্লাস। স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে পাঠদান শুরু হয়েছে।

এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার(দায়িত্বপ্রাপ্ত)শাম্মী আক্তার বলেন,শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নতুন করে আবার প্রাণ ফিরে পেয়েছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest