১২ দিনে ডেঙ্গু আক্রান্ত সাড়ে তিন হাজার ছাড়ালো

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গত ১২ দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে।৩১৯ জনের মধ্যে রাজধানীতে ২৪৪ জন এবং রাজধানীর বাইরে ৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৩ হাজার ৮৭৫ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৫৬১ জন এবং মারা গেছেন ৫৪ জন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest