বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ফুলবাড়ীয়ার নতুন কমিটিঃ সভাপতি শরীফ মাষ্টার, আকরাম সম্পাদক

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২১

বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ফুলবাড়ীয়ার নতুন কমিটিঃ সভাপতি শরীফ মাষ্টার, আকরাম সম্পাদক

মোবারক হোসেনঃ বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা শাখার আগামী দুই বছর মেয়াদি পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম খান রাসেল ও সাধারণ সম্পাদক মোঃ রুবেল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে উপজেলার পুটিজানা ইউনিয়নের শরীফ মাষ্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ শরিফুল ইসলাম শরীফ মাষ্টারকে সভাপতি ও পৌর এলাকার মোঃ আকরাম হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ কামরুল হাসান, সহ-সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, ডাঃ ইলিয়াস উদ্দিন, মাহবুবুল ইসলাম রনি, সাগর চক্রবর্তী, এনামুল হক মুক্তা, প্রভাষক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান হযরত, ফয়সাল আহমেদ সজল সরকার, সহ সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন মন্ডল, মোঃ শামীম আহমেদ ও সাংগঠনিক সম্পাদক হিসাবে মামুনুর রশীদকে মনোনীত করা হয়েছে।

এছাড়াও সংগঠনটির নতুন উপজেলা শাখার কমিটিতে উপদেষ্টা হিসাবে মোঃ আতহার আলী কাজল, মোঃ মোশাররফ হোসেন শরিফ, মোঃ এরশাদুল হক এরশাদ ও মোঃ আনোয়ার হোসেন জনিকে মনোনীত করা হয়েছে।

এ ব্যাপারে নবাগত সভাপতি শরিফুল ইসলাম শরীফ মাষ্টার বলেন, আমি এ সংগঠনের সকল দায়িত্ব মহাগুরুত্বের সাথে পালন করার চেষ্টা করবো, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সদা সজাগ ভূমিকা পালন করবো।
এসময় শরিফুল ইসলাম শরীফ মাষ্টার জানান, অচিরেই উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন কমিটির অনুমোদন দেওয়া হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest