জয়পুরহাটে ট্রাক চাঁপায় এতিম খানার ১ ছাত্র নিহত গুরত্বর আহত-৮

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২১

জয়পুরহাটে ট্রাক চাঁপায় এতিম খানার ১ ছাত্র নিহত গুরত্বর আহত-৮

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুররহাটে ট্রাক চাঁপায় এতিম খানার এক ছাত্র নিহত ও ৮ ছাত্র গুরুতর আহত। রবিবার সন্ধায় আমদই ইউনিয়নের কেন্দুল-মাধাইনগর রাস্তার মোড়ে এই দূর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচবিবি উপজেলার শালট্রি আব্দুল্লাহ লিল্লাহ বোডিং ও এতিম খানার ১০ জন ছাত্র কেন্দুল এলাকায় এতিম খানার ধান, চাল আদায় শেষে একটি ভ্যান গাড়ীতে চরে এতিম খানায় ফেরার পথে অপরদিক থেকে ট্রাক এসে ভ্যান গাড়ীটিকে চাঁপা দিলে ঘটনাস্থলেই জিহাদ (১৩) নামে এক ছাত্রের মৃত্যু হয় ও ৮ জন ছাত্র গুরুতর আহতবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপালে ভর্তি করানো হয়।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপালের তত্ত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক জুয়েল জানান, এ ঘটনায় ৮ জনকে হাসপাতালে ভর্র্তি করানোর পর আব্দুল্লাহ (৮) নামে এক ছাত্রের অবস্থা আসংখাজনক হওয়ায় তাকে বগুড়া শ.জি.মে.ক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest