খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ফুলবাড়ীয়ায় বিএনপি’র পৃথক বিক্ষোভ সমাবেশ l

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২১

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ফুলবাড়ীয়ায় বিএনপি’র পৃথক বিক্ষোভ সমাবেশ l

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং তার সহযোগী সংগঠন।

সোমবার (২২ নভেম্বর) বিকেলে শহরের অস্থায়ী দলীয় কার্যালয় থেকে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখতারুল আলম ফারুকের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ হয়। এসময় বিক্ষোদ্ধ দলীয় নেতাকর্মীরা তাদের নেত্রীকে মুক্ত করার বিভিন্ন শ্লোগান দেন।

এদিকে একই দিন বিকেলে ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সমাবেশ করেছে সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ন সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম সরকারের নেতৃত্বে উপজেলা বিএনপির আরেকটি পক্ষ।

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করতে দেখা গেছে সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আবুল ফজলের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপির আরেকটি পক্ষকেও।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest