ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২১
রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা ম্যানেজমেন্ট অ্যাণ্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এর উদ্যোগে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৫ ডিসেম্বর) সকাল বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এটা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তারা দেশ-জাতির কল্যাণের স্বার্থে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আসার জন্য উদ্বুদ্ধ করেন। সম্প্রতি এমআরডিআই এর শুরু করা অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক অনলাইন কোর্সে আগ্রহীদের নিবন্ধন ও শেষ করার জন্য অনুরোধ করেন।
অনুষ্ঠানে এমআরডিআই এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর, সিনিয়র অনুসন্ধানী সাংবাদিক বদরুদ্দোজা বাবু ও ছানাউল বক্তব্য রাখেন। প্রায় ষাটজন শিক্ষার্থী এতে অংশ নেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST