ফুলবাড়ীয়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২২

ফুলবাড়ীয়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোবারক হোসেনঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার (৩রা জানুয়ারী) সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম সরকারের তত্বাবধানে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের ব্যানারে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান ও বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এসে সমাপ্ত হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব আলামিন সাদাত, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জনি, এজিএম ফাহাদ, সাব্বির হোসেন রবিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক হাসমত আলী মন্ডল, সদস্য সচিব মোফাখখারুল ইসলাম মারুফ, যুগ্ম আহ্বায়ক রবিন কায়সার রনি, মোঃ রোমান, ওয়ার্ড ছাত্রদল নেতা মাহতাব আনাম সিফাত, আবু আসেম, মোঃ শামীম, মোঃ শরিফুল ইসলাম শরীফ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ রোমান মিয়া, ছাত্রদল নেতা ফরহাদ হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বক্তব্য দেন। পরে অবিলম্বে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest