মাদক সেবনকালে রাবিতে ৬ জন বহিরাগত আটক

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২২

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) মাদক সেবনকালে সৈয়দ আমীর আলী হলের দক্ষিণ পাশ থেকে ছয়জন বহিরাগতকে আটক করা হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) রাত পৌঁনে ৮টায় প্রক্টোরিয়্যাল বডি ও পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের মতিহার থানায় সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত বলেন, আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে খবর পেয়ে সৈয়দ আমীর আলী হলের দক্ষিণ পাশে অভিযান চালানো হয়। সেখান থেকে ছয় জনকে মাদক সেবনকালে আটক করা হয়।

তিনি আরও বলেন, ছয়জনের কেউ বিশ্ববিদ্যালয় ছাত্র ছিলেন না। সকলেই বহিরাগত ছিল। তাদের প্রত্যেকের বাসা বিনোদপুর, ধরমপুর এবং কাজলায়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- শাহ জালাল হোসেন, আল-ফারিউল ইসলাম, সাফিনুর ইসলাম সিহাব, সাইফুল ইসলাম, ইকতিয়াজ রিফাত ও ইমরানুল ইসলাম।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন তুহিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে ৬ জনকে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest