ট্রাক চাকায় রাবি শিক্ষার্থীর মৃত্যু, ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২২

ট্রাক চাকায় রাবি শিক্ষার্থীর মৃত্যু, ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী হিমেলের নিহতের প্রতিবাদে উপাচার্যের বাসভবন ভবন অবরোধসহ ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে মেইনগেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে শতাধিক শিক্ষার্থী নেন। একইসময়ে উপাচার্যের বাসভবনের সামনে কাঠখড়িতে আগুন জ্বালিয়ে দুই শতাধিক শিক্ষার্থী অবস্থান নেন। প্রতিবেদনটি লেখা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত রয়েছে।

এদিকে দুর্ঘটনা ঘটার পর থেকে ভবন নির্মাণ কাজে নিয়োজিত পাঁচটি ট্রাক ও নির্মাণসামগ্রীতে আগুন, নির্মাণশ্রমিকদের ঘরে আগুন, ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসে অনিরাপদ এবং অপরিকল্পিতভাবে কাজ চলছে। যার কারণে আজকের এই দুর্ঘটনা। এটি কোনোভাবেই মেনে নেয়া যায় না। ঘটনার পর প্রক্টরকে জানানো হলে তিনি মিটিংয়ের অজুহাত দিয়েছেন। তিনি ঘটনাস্থলে আসেন নি। এমনকি এখন পর্যন্ত প্রশাসনের কেউ আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন নি। আমরা হিমেল হত্যার বিচার চাই। ভবিষ্যতে যেন আর এমন কোনো ঘটনা না ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে রাবি প্রক্টর লিয়াকত আলি বলেন, ‘হবিবুর রহমান হলের সামনে ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে একজন ছাত্রের প্রাণ গিয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং কোনভাবেই কাম্য নই। কেন এই দুর্ঘটনা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি। আমরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছি। ভবিষ্যতে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে তার জন্য কড়াকড়ি নির্দেশনা দেব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘আমরা এখন মেডিকেলে যাব। সকল নির্মাণ কাজ আপাতত বন্ধ থাকবে। চালক গ্রেপ্তার ও ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest