ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) ছাত্রদের আবাসিক হল থেকে সাময়িকভাবে পুলিশদেরকে প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে তাঁরা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে ছিনতাই ও বহিরাগতদের প্রবেশ বন্ধে অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন৷
আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, ‘ক্যাম্পাসে চুরি, ছিনতাই ও বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে পুলিশ প্রশাসন এ উদ্যোগ নিয়েছে। তবে হলগুলোতে পুলিশের প্রয়োজন পড়লে তখন ব্যবস্থা নেওয়া হবে৷ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ক্যাম্পাসের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখান দিয়ে বহিরাগতদের প্রবেশের সুযোগ রয়েছে সেখানে অস্থায়ী পুলিশ বক্স করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বহিরাগতদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।’
সম্প্রতি ক্যাম্পাসে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মাদক গ্রহণকালে বহিরাগত আটকও করেছে প্রক্টরিয়াল বডি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST