ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২২
এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের বেনাপোলে সাজা প্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ৯ আসামিকে আটক করেছে পুলিশ। বুধবার (৯ ফেব্রুয়ারী) দুপুর পর্যন্ত অভিযান শেষে বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে তাদের আটক করে পোর্ট থানা পুলিশ।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার রহমতপুর বারপোতা গ্রামের আকরামের ছেলে রাসেল, একই এলাকার ওয়াজেদ সরদারের ছেলে আনোয়ার হোসেন, দৌলতপুর গ্রামের মৃতঃ মোসলেম আলীর ছেলে আব্দুল কুরবান আলী, সাদিপুর গ্রামের মৃতঃ সুলতান মন্ডলের ছেলে মহিদুল ইসলাম, দিঘীরপাড় গ্রামের মৃতঃ মনু মিয়া ওরফে আব্দুল মান্নান শেখের ছেলে এনামুল হাসান ওরফে এনামুল শেখ, ভবেরবেড় মধ্যপাড়ার মৃতঃ অহেদ সরদারের ছেলে রহমত আলী, গয়ড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে আবুল বাশার, এবং জিআর সাজা পরোয়ানা ভুক্ত আসামী গাতিপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে সফিকুল ইসলাম বুড়ো ও দিঘীরপাড় গ্রামের সরেজ উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী নাজিম উদ্দিন।
পুলিশ জানায়, মাদক সহ বিভিন্ন মামলার সাজা প্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামিরা এলাকায় ফিরে গোপনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে, বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ, এসআই মোস্তাফিজুর রহমান, এসআই রোকনুজ্জামান ও এসআই তৌফিকুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বেনাপোল পোর্ট থানা এলাকা হতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, আসামিদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST