ঢাকা ১৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২২
গোলাম মোস্তফা খান,দাকোপ,খুলনা: দাকোপে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল টি দীর্ঘ দিন যাবৎ জনবল সংকট সহ নানা সমাস্যায় জর্জরিত হলেও এর কোন আশু সমাধান হচ্ছে না । জনবহুল এ হাসপাতাল টি ৫০ সজ্জা বিশিষ্ট হলেও রুগি দের উপছেপড়া ভিড় থাকে সবসমায়। এজন্য মাসের অধিকাংশ দিনই অনেক সময় রুগিকে হাসপাতালের বারান্দায় শুয়ে স্বাস্থ্যসেবা নিতে দেখা যায় । দক্ষিনঅঞ্চলের সব থেকে জনবহুল হাসপাতাল দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। যা চালনা হাসপাতাল নামে পরিচিত । দাকোপ সদর চালনা বাজারের এ হাসপাতাল টি তে দাকোপ উপজেলা সহ পার্শ্ববর্তি ৪ উপজেলা রামপাল, পাইকগাছা,কয়রা বটিয়াঘাটা এর কিছু অংশ খুব কাছাকছি হওয়ায় এ হাসপাতালে সবসময় রুগি ভিড় থাকে ফলে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কোন ক্রমেই স্থান সংকলন হয় না ।
এটি ৫০ শয্যা হাসপাতাল হলেও রুগি থাকে প্রতিদিন ৮০ জন থেকে ৯০ জনে কখনো কখনো ১০০ জনের বেশি রুগি বেড পুর্ন হওয়া পরে ও হাসপাতালের বারান্দার রুগিদের লম্বা লাইন দিয়ে রেখে চিকিৎসা সেবা দেওয়া হয়।দীর্ঘ কাল যাবৎ ২০ থেকে ২৫ জন ডাক্তার এর স্থানে মাত্র ৬থেকে ৭ জন ডাক্তার এখানে চিকিৎসাসেবা দিয়ে চলেছেন এত বেশি রুগি থাকা সত্ত্বেও সেই তুলনায় জনবল বেশ কম। রুগিদের উপছে পড়া ভিড় থাকার কারনে সেবা এর মান ভালো হয় না বলে অনেকের দাবি ফলে বাধ্য হয়ে রুগিদের কে নিয়ে ছুটতে ২৮ কিলোমিটার দুরে খুলনা শহরে এর কোন হাসপাতাল বা ক্লিনিকে । চাকুরী বিহীন বহিরাগত মহিলাদের দিয়ে অনেক সময় হাসপাতালের পরিষ্কার, পরিছন্নাতা,সিজারে সহযোগিতাএর কাজ করতে দেখা যায়। তৃতীয়, চতুর্থ শ্রেনির কর্মচারী সহ বেশ কিছু পদ দীর্ঘকাল ধরে শুন্য থাকলেও নিয়োগ দেওয়া হচ্ছে না।
হাসপাতালের খাবারের মান নিয়ে বিভিন্ন সময় অনেকের অভিযোগ রয়েছে সারা বছর ছোট ছোট পাংঙ্গাস, রুই, তেলাপিয়া দিতে দেখা যায় এবং একই ঠিকাদার কোন ঠেন্ডার ছাড়াই বছরের পর বছর ঠিকাদারি করে চলেছে। বিষয় টি নিয়ে এলাকায় বেশ তোলপাড় হলেও সিদ্ধান্তের কোন পরিবর্তন হয়নি। নানা বিষয় নিয়ে দাকোপ উপজেলা স্বাস্থ্য কর্ম কর্তা ডাঃ মো মোজাম্মেল হক নিজামী এর সাথে আলাপ করলে তিনি বলেন ডাক্তার ও নার্স বেশ কয়েক জন নতুন যোগদান করেছে কর্মচরীদের বেশ কিছু পদ এখনো শুন্য রয়েছে তিনি আরো বলেন যে আমাদের এ হাসপাতাল কাগজ পত্রে রয়েছে ৫০ সজ্জা, মেশিন পত্র ৩০ সজ্জার,কাজকর্ম চলে ১০০ সজ্জারও বেশি, এজন্য অনেক বাড়তি রুগিদের জন্য খাবারের ব্যাবস্থা করতে হয় আমাদের কে। তবে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট এলাকাবাসির দাবী হাসপাতাল টি অনতিবিলম্বে ১০০ সজ্জায় উন্নিত করা হোক।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST