রাবিতে তিন দিনব্যাপি ‘একুশে গ্রন্থ কুটির’ মেলা শুরু

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২২

রাবিতে তিন দিনব্যাপি ‘একুশে গ্রন্থ কুটির’ মেলা শুরু

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) শুরু হয়েছে তিন দিনব্যাপি ‘একুশে গ্রন্থ কুটির’ মেলা। রবিবার(২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় বুদ্ধিজীবী চত্বরে মেলার উদ্বোধন করেন বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও কথাসাহিত্যিক জুলফিকার মতিন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব আয়োজিত এ মেলাতে ০৫ টি স্টল আছে। স্টলগুলোতে রাজনীতি, সাহিত্য, বিজ্ঞানসহ বিভিন্ন বিভাগের প্রায় হাজারখানেক বই রয়েছে। মেলা চলবে সকাল ১০ টা হতে রাত ৮ টা পর্যন্ত।

কথাসাহিত্যিক ও কবি জুলফিকার মতিন বলেন, আমার সাহিত্যকে যেমন বিজ্ঞান থেকে আলাদা করতে পারি না তেমনি বিজ্ঞানকেও সাহিত্য থেকে আলাদা করতে পারি না। সাহিত্য আমাদের চেতনাকে উদ্দীপ্ত করে আর বিজ্ঞান যুক্ত আছে আমাদের জীবন যাপনে। আমাদের চিন্তাশক্তির উন্মেষে বই সহায়তা ভূমিকা পালন করে৷ এ কারণে এ ধরনের বই মেলার আয়োজন মানুষের চিন্তার বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।

উপ-উপাচার্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, জীবন যাপনকে আরো সুন্দর করতে সাইন্স ক্লাবের উদ্যোগে এই বই মেলা প্রসংশার দাবি রাখে।

উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, আইসিটি সেন্টারের পরিচালক বাবুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ মেলা পরির্দশন করে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest