ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২২
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যেতে যাত্রীদের এখন আর বিমানবন্দরে করোনা পরীক্ষা করতে হবে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ১০টা থেকে আরব আমিরাতগামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘণ্টা আগে পিসিআর টেস্ট করার বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।
এর আগে গত আগস্টে শর্ত দেওয়া হয়, সংযুক্ত আরব আমিরাত যেতে হলে যাত্রার ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ লাগবে।
পরে হযরত শাহজালাল বিমানবন্দরের ৬টি ল্যাবের মাধ্যমে ১২টি মেশিন বসানো হয়। এই ল্যাবগুলোর মাধ্যমে প্রতিদিন অন্তত সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার মানুষ করোনা পরীক্ষা করানো হচ্ছিল। এখানে পরীক্ষা সম্পন্ন করাতে যাত্রীদের ৬-৮ ঘন্টা লাগছিলো। এতো তীব্র ভোগান্তির অভিযোগ করে আসছেন যাত্রীরা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST