কর্মচারী টিকা না নিলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা : ডিএমপি কমিশনার

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২২

অনলাইন ডেস্ক:করোনাভাইরাসের টিকা না নিলে দোকানের মালিক ও কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে পল্টনে পলওয়েল মার্কেটে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, টিকা না নিলে কাউকে দোকান মালিক চাকরিতে রাখতে পারবেন না। মালিক যদি চাকরিতে রাখেন তাহলে তারও খবর আছে।


টিকা না নিলে দোকান মালিক ও কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, ‘নিজ দায়িত্বে টিকা নিতে হবে। নিজে বাঁচতে হবে, অন্যকে বাঁচাতে হবে। আপনি সুরক্ষিত না হলে আপনার পরিবার ঝুঁকিতে পড়বে। এগুলো চিন্তা করেই টিকা নিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ‘


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest