স্থানীয়দের ছুরিকাঘাতে গুরুতর আহত রাবি শিক্ষার্থী

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২২

স্থানীয়দের ছুরিকাঘাতে গুরুতর আহত রাবি শিক্ষার্থী

রাবি প্রতিনিধি:
স্থানীয়দের ছুরিকাঘাতে গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাফফাত নায়েম নাফি নামের একজন শিক্ষার্থী হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে (NITOR) পাঠানো হয়েছে।

বুধবার (০৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমজাদের মোড়ের এন আর ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি মতিহার হলের আবাসিক শিক্ষার্থী।

ভুক্তভোগীর সহপাঠী ও স্থানীয় সূত্রে জানা যায়, পদার্থ বিজ্ঞান বিভাগের ১৮-১৯ সেশনের শরীফ নামে এক শিক্ষার্থী এন আর ছাত্রাবাসে থাকতেন। ওই মেসে সকলের নামাজ পড়া বাধ্যতামূলক ছিল। রুমে নামাজ পড়ার জন্য কতৃপক্ষের অনুমতি প্রয়োজন হতো। শরীফের পরীক্ষা থাকায় তিনি রুমে নামাজ পড়তেন। এ নিয়ে মেসে থাকা কিছু বর্ডারের সাথে তার বিবাদ হয়। এক পর্যায়ে শরীফ মেস মালিকের কাছে অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে সভা ডেকেছিলেন মেস কতৃপক্ষ। সেখানে পদার্থ বিজ্ঞান বিভাগের অনেকের সাথে নাফিও ছিলেন। সভার শেষ পর্যায়ে কিছু স্থানীয় ছেলে সভায় আসে, তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং সবাই বের হয়ে যায়। নাফি পিছিয়ে পড়ে, তার হাতে ও পায়ে এলোপাতাড়ি চাকু মারে। এতে রক্ত ক্ষরণে গুরুতর আহত হন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা মো. তারেক নূর বলেন, নাফির অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে নার্ভের উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে ঢাকার পঙ্গু হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। হামলাকারীদের সঙ্গে শিবিরের সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও জানান তিনি।

প্রক্টর আসাবুল হক বলেন, আহত শিক্ষার্থীর অবস্থা জটিল হওয়ায় তার কাছ থেকে ঘটনার সঠিক ব্যাখ্যা জানা যায়নি। অভিযুক্তদের দ্রুত আটক করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন তুহিন বলেন, ‘আহত শিক্ষার্থীর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।’


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest