ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২২
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
১৯শে মার্চ শনিবার সকাল ১০ টায় ইউএস-বাংলার একটি এয়ারলাইন্সে বরিশাল বিমানবন্দরে আসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রীর জাহিদ ফারুক শামীম এমপি। এসময় তারা বরিশাল বিমানবন্দর পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ মোকাম্মেল হোসেন, সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রনালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেছেন, বরিশাল বিমানবন্দর হবে সবথেকে আধুনিক ও যুগউপযোগী। আর বাংলাদেশের সবথেকে সুন্দর বিমানবন্দর। এ ব্যাপারে কোন সন্দেহ নেই। আমরা প্রকল্প নিচ্ছি। বরিশালের রানওয়ে অনেক বড় হবে এবং টার্মিনাল হবে সবথেকে অত্যাধুনিক। এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের সবগুলো বিমানবন্দরেই মানণীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং নির্দেশনায় কাজ চালিয়ে যাচ্ছি। বরিশাল বিমানবন্দরে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী অনেক আন্তরিক। ওনার নির্দেশনায় বরিশাল বিমানবন্দরের রানওয়ে ওভার-লে করণ কাজে খুব শীঘ্রই হাত দিচ্ছি। যাতে বিমানের স্মুথ ল্যান্ডিং হয়।সাথে সাথে ৭৭৭ বিমান অর্থাৎ বড় বিমান যাতে নামতে পারে সেজন্য রানওয়েকে আরো সাড়ে ৭ শত ফিট বাড়ানোর প্রকল্প আমরা হাতে নিবো। পাশাপাশি এখানে অত্যাধুনিক একটি নুতুন টার্মিনাল করার কাজ খুব দ্রুত হাতে নিবো। সবমিলিয়ে বরিশাল বিমানবন্দর নিয়ে আমাদের একটি মেজর প্রজেক্টর রয়েছে।
এসময় পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাংসদ কর্নেল অব. জাহিদ ফারুক বলেন, বরিশালে ফ্লাইট চালু হওয়ার পরও যাত্রী না থাকায় তা বন্ধ হয়ে গিয়েছিলো। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনৈতিকভাবে আমরা চাঙ্গা হয়েছি। দেশে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। আজ পায়রা বন্দরসহ দক্ষিনাঞ্চলে অনেক উন্নয়ন হয়েছে, এখন বিভিন্ন ধরনের লোকজনের আসা যাওয়া আছে। এখন যে সকল এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে তারা ফুল লোডেড হয়ে যাওয়া-আসা করছে। তিনি বলেন, দক্ষিনাঞ্চলের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি রয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST