ঢাকা ১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২২
ওমর ফারুক, রাজশাহী:
জান্নাতুল ফেরদৌস তন্বী। বাড়ি রাজশাহী মহানগরীর সিপাইপাড়া এলাকায়। বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তা হলেও অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার কারণে অনেক চড়াই-উৎরাই পার হতে হয়েছে তাকে। নানা প্রতিবন্ধকতা ও আর্থিক সংকটের মধ্যেও তিনি নিজ হাতে তৈরি করা বিভিন্ন পণ্য বিক্রি করে মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা আয় করে তাক লাগিয়ে দিয়েছেন। গৃহিণী থেকে উদ্যোক্তা হওয়াটা অন্যদের মতো সহজ ছিলনা তার কাছে। এজন্য কঠোর পরিশ্রম ও সংগ্রাম করতে হয়েছে তাকে।
বর্তমানে তন্বী সংসার সামলানোর পাশাপাশি নিজে হাতে পণ্য তৈরি করে দেশ ও বিদেশে বিক্রি করছেন। তিনি ছাড়াও তার সাথে আরো ৪/৫ জন নারী কাজ করেন। যারা তার সাথে কাজ করে কর্মসংস্থান লাভের পাশপাশি পরিবারে আর্থিকভাবে অবদান রাখতে পারছেন। এ জন্য তার কর্মচারীরাও খুশি। কারণ তারাও এক সময় তার মতো গৃহিণী ছিল। সংসারে অবদান রাখার মতো কোনো কিছুই ছিলনা। তারা এখন নিজ নিজ সংসারে অন্য পরিবারের অন্য সদস্যদের পাশপাশি নিজেরাও অবদান রাখছেন। নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশপাশি অন্যদের কাজের সুযোগ সৃষ্টি করে দিতে পারায় তন্বী নিজেও খুশি।
জান্নাতুল ফেরদৌস তন্বীর সাথে কথা হলে তিনি জানান, এইচএসসি পাশ করার পরপরই ২০১১ সালে তার বিয়ে হয়ে যায়। বিয়ের পর স্বামীর সংসারে চলে যান তিনি। বিয়ের পর বেশ কয়েক বছর তিনি প্রথম প্রথম অন্য গৃহবধূদের মতো স্বামীর সংসার সামলাচ্ছিলেন। এর কয়েক বছর পরে ২০১৬ সালে অবসর সময়ে সুতো দিয়ে শখের বসে টুপি ও শিশুদের জুতো তৈরি করা শুরু করেন। সেটি তৈরি করার পর তিনি সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। ফেসবুকে সেই ছবি দেখে এক নারী ক্রেতা তাকে শিশুর জন্য জামার তৈরির অর্ডার দেন। কিন্ত তন্বী তাকে জানান, তার কাছে সেই জামা তৈরির সুতো কেনার জন্য অর্থ নেই। এরপর ওই নারী ক্রেতা তাকে অগ্রিম ১ হাজার টাকা প্রদান করেন। সেই টাকা দিয়ে তন্বী সুতো কিনে জামা তৈরি করেন। সেই জামা বিক্রি করে ৬৫০ টাকা লাভ হয় তার। সেই গ্রাহকের মাধ্যমে তিনি আরো বেশ কয়েকটি অর্ডার পান।
জান্নাতুল ফেরদৌস তন্বী বলেন, যারা উচ্চ শিক্ষিত হয়ে এখনো চাকুরীর আশায় বসে আছেন তারা চাকুরীর জন্য বসে না থেকে নিজ উদ্যোগে ব্যবসা বা উদ্যোক্তা হন। তাহলে নিজের পরিবার, সমাজ ও দেশের জন্য কিছু করা সম্ভব হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST