বাউফলে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০

বাউফলে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সভা অনুষ্ঠিত

এনামুল হক,বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী বাউফল উপজেলার কালিশুরী ডিগ্রী কলেজ মিলনায়তনে শিক্ষার মান উন্নয়নে ২০২০ সালের এইচএসসি পরিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১ টায় কালিশুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ নেছার উদ্দিন শিকদার জামাল এর সভাপতিত্বে সভায় কলেজ গভর্নিং বডির সদস্য শিক্ষক অভিভাবকরা শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। সভায় অধ্যক্ষ নেছার উদ্দিন শিকদার জামাল বলেন, বাউফল উপজেলায় কালিশুরী ডিগ্রী কলেজ একটি সনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান, তাই এ প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে ছাত্র ছাত্রীদের আরো শিক্ষার প্রতি মনোনিবেশ করতে হবে, তিনি আরো বলেন,অভিভাবকদের সচেতন হতে হবে তার সন্তান রীতিমত লেখাপড়া করে কি না সে বিষয়ে খেয়াল রাখতে হবে। অভিভাবকদের সুচিন্তিত মতামত, পরামর্শ ও দিকনির্দেশনা এ প্রতিষ্ঠানের শিক্ষার মান আরো উন্নত করবে।


alokito tv

Pin It on Pinterest