লালপুরে বেপরোয়া পিকনিকের বাসে পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২২

লালপুরে বেপরোয়া পিকনিকের বাসে পৃষ্ট হয়ে  এক শিশুর মৃত্যু

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।

নাটোরের লালপুরে বেপরোয়া পিকনিকের বাসে পৃষ্ট হয়ে মিম আক্তার(৮) নামের এক শিশুর মৃত্যু ও তহিদুল ইসলাম(৫৫) নামের এক অটো ভ্যান চালক আহত হয়েছে।

শুক্রবার ১ এপ্রিল সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার লালপুর – ঈশ্বরদী সড়কের থানা সদরে তেল পাম্পের সামনে এক পিকনিকের বাস অটো ভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। তবে ঘাতক বাসটিকে(বগুড়া-জ-১১০১৫৩) ও চালককে লালপুর থানা পুলিশ আটক করেছে। নিহত শিক্ষার্থী উপজেলার কাজীপাড়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ও কাজীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী ছিলো। আহত ভ্যান চালক একই গ্রামের মৃত মুজির মালিথার ছেলে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা ওই শিক্ষার্থীকে ও ভ্যান চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন এবং আহত ভ্যান চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে।

লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘাতক বাসটিকে ও চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তূতি চলছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest