বদলগাছীতে সয়াবিন তেলের পূর্বমূল্য মুছে ফেলে অতিরিক্ত মূল্যে বিক্রি, ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, মে ১৭, ২০২২

বদলগাছীতে সয়াবিন তেলের পূর্বমূল্য মুছে ফেলে অতিরিক্ত মূল্যে বিক্রি, ১০ হাজার টাকা জরিমানা

সাগর হোসাইন বদলগাঁছী প্রতিনিধি,বদলগাঁছীতে বোতলজাত সয়াবিন তেলের পূর্বের মূল্য মুছে অতিরিক্ত মূল্য বিক্রয়ের অপরাধে ভান্ডারপুর বাজারের, রবিউল স্টোরে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ওই প্রতিষ্টান থেকে ২২০ লিটার তেল জদ্ব করে ভোক্তাদের মাঝে পূর্বে মূল্যে বিক্রি করা হয়।
মঈলবার ১৭ মে দুপুরে উপজেলার ভান্ডাপুর বাজারে ভোক্তা অধিকারের নওগাঁ জেলা কার্যালয়ে সহকারী পরিচালক শামীম হোসেন অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

তিনি বলেন গোপন সংবাদে বদলগাঁছী, ভান্ডরপুর বাজারের রবিউল স্টোরে বোতলজাত ১ লিটার সয়াবিন তেলের গায়ের পূর্বের মূল্য ১৬০ টাকা মুছে ফেলে ১৯৮ টাকা মূল্য বসিয়ে বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বেলা ১২ টার দিকে ওই স্টোরে অভিজান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ওই স্টোরের মালিক রবিউলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ২২০ লিটার বোতল জাত সয়াবিন তেল জদ্ব করে পূর্বের ১৬০ টাকা মুল্য সয়াবিন ভোক্তাদের মাঝে বিক্রয় করা হয়। অভিযান পরিচালনার সময় উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা এ কে এম ফজলুল হক এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest