ঢাকা ১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, মে ২১, ২০২২
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ছিনতাইয়ের সময় ৪ জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার থেকে কিছু দূরে জয়পুরহাট-হিলি যাওয়ার প্রধান সড়কের উপর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পাঁচবিবি থানাধীন ছিট মানিক এলাকার আব্দুল জলিলের ছেলে সাগর (৩২), মাতাস মঞ্জিল মালঞ্চ এলাকার মৃত মঞ্জুরুল করিমের ছেলে মানিক হোসেন (৪০), একই এলাকার শরিফ উদ্দিনের ছেলে হেলাল হোসেন (৫০) ও দমদমা পুরাতন পৌরসভা এলাকার রাম চন্দ্র রায়ের ছেলে শ্রীঃ রতন চন্দ্র রায় (৩৮)।
পাঁচবিবি থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২০) মে বিকেলে বাগজানা বাজার থেকে প্রায় ৩০০ মিটার দূরে ডিবি পুলিশের পরিচয়ে একটি সিএনজি গাড়ির গতি রোধ করে যাত্রীদের তল্লাশী করতে চেয়ে ছিনতাইয়ের চেষ্টা করলে এমন সময় পাঁচবিবি থানার এসআই মোঃ আনিছুর রহমান-২ সঙ্গীর ফোর্সসহ তাদের মধ্যে ৪ জনকে হাতেনাতে আটক করেন। এ ঘটনায় আরও ৩/৪ পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে শনিবার (২১ মে) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST