রাবি সাংবাদিককে মারধর, ছাত্রলীগ নেতাকে হল থেকে সাময়িক বহিষ্কার

প্রকাশিত: ৮:০২ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২২

রাবি সাংবাদিককে মারধর, ছাত্রলীগ নেতাকে হল থেকে সাময়িক বহিষ্কার

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) এক সাংবাদিককের উপর হামলার ঘটনায় মাদার বখ্শ হল ছাত্রলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন কাজলকে সাময়িক বহিষ্কার করেছে হল প্রশাসন। একই সাথে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৩০ মে) বিকালে হল প্রাধ্যক্ষ ড.শামীম হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রোববার (২৯ মে) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের টিভি রুমে অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত ওই হলের আবাসিক ছাত্র গিয়াস উদ্দিন কাজলকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া হলের আবাসিক শিক্ষকদের মধ্য থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক ড. মো: আমিরুল ইসলাম, ড. মো: মেজবাউস সালেহীন ও ড. আলী আহম্মদ সৈয়দ মোস্তফা জাহিদ।

বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটিকে শীঘ্রই ঘটনার তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়।

প্রসঙ্গত, গতকাল রোববার রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের টিভি রুমে সিগারেট খেতে নিষেধ করায় অনলাইন পত্রিকা বিডি মর্নিংয়ের রাবি প্রতিনিধি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য শাহাবুদ্দিন ইসলামকে মারধর করে কাজলসহ ছাত্রলীগের আরো দুই সদস্য। এ ঘটনার প্রতিবাদে রাতেই ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন৷ কর্মসূচি চলাকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন এক দিন সময় নিলে তারা অবস্থান কর্মসূচি স্থগিত করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest