ইসলামী বই মেলা সাধারণ মানুষের ঢল।

প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২২

ইসলামী বই মেলা সাধারণ মানুষের ঢল।

ই. এইচ সুজন
পবিত্র ‍ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৪ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয় এর উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে চলছে মাসব্যাপী ইসলামি বইমেলা।
বৈশিক প্রানঘাতী মহামারী “কোভিড-১৯“ এর কারণে বিগত বছর বইমেলার আয়োজন করা সম্ভব হয়নি। দীর্ঘ প্রায় দেড় বছর পর ধর্ম বিষয়ক মন্ত্রনালয় ও ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের উদ্যোগে আয়োজিত ইসলামি বইমেলা ইতি মধ্যে বইপ্রেমীদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে। দীর্ঘদিন পর ইসলামিক বই মেলার আয়োজন করায় জমে উঠেছে বইমেলা। শুক্রবার ছুটির দিনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বর বই প্রেমীদের উপচে পরা ভির দেখা যায়। রাজধানীসহ সারাদেশের বিভিন্নপ্রান্ত থেকে সাধারণ ক্রেতারা ভিড় করে বই মেলায়। বিগত বছরগুলোর তুলনায় এ বছর বই বিক্রির হার অনেক বেশি বলে জানিয়েছেন বিক্রেতা ও প্রকাশনা প্রতিষ্ঠানগুলো।

০৮ অক্টোবর ২০২২ থেকে শুরুর মাধ্যমে মাসব্যাপী চলবে এই বই মেলা, ইসলামী বই মেলা প্রতিদিন সকাল ১০টা রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছেনে।
বই মেলায় পবিত্র কোরআন, কোরআনের অনুবাদ, তাফসির, হাদিস গ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ এবং শিশু কিশোরদের বিভিন্ন ইসলামিক আধুনিক বিজ্ঞান বিষয়ক পুস্ককও স্থান পেয়েছে। ইসলামিক ফাউন্ডেশনসহ প্রায় সব স্টলে আকর্ষণীয় কমিশন ও ডিসকাউন্টে পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির, হাদিসসহ অন্যান্য বিভিন্ন গবেষণা ও বিজ্ঞান বিষয়ক গ্রন্থসমূহ বিক্রয় করা হচ্ছে।
ইসলামিক ফাউন্ডেশনের তথ্য কেন্দ্র হতে জানা যায়, এবার মেলায় ৬৬টি স্টলের মধ্যে ৬০টি প্রকাশনী ইসলামি বিভিন্ন গ্রন্থ নিয়ে অংশগ্রহণ করেছে। সরেজমিনে মেলায় গিয়ে দেখা যায়, ইসলামিক বই প্রেমী ক্রেতা এবং দর্শনার্থীদের উপচে পরা ভিড় রয়েছে প্রায় প্রতিটি স্টলসহ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বর। কেউ বই কিনছেন আবার কেউ শুধু মেলা দেখার জন্য এসেছেন। মেলায় নারী ক্রেতা ও দলবদ্ধভাবে আসা বিভিন্ন মাদ্রাসার ছাত্র/ ছাত্রীদেরও লক্ষ্য করা যায় এবং বই প্রেমী দর্শনার্থীদের ভিড় দৃষ্টি কারার মত।

বই মেলায় উপস্থিত বই প্রেমীর আজিজুর ও তার বন্ধুদের সাথে কথা বলে জানা যায়- বিগত বছরে ইসলামিক বই মেলা না হওয়ায় এবছর মানুষের ঢল বেশী। মহামারীর কারণে মানুষ এমনিতেই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছে এবং সবাই মানুষিকভাবে ভীত ছিল। তাই পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ায় সব বয়সী মানুষের ঢল একটু বেশী এবং সবাই কমবেশী বইও কিনছে।
উল্লেখ্য যে, প্রতিবারের ন্যায় এবারও ইসলামিক ফাউন্ডেশন মেলা উপলক্ষে যে কোন বই এর উপর ৩৫% কমিশন/ ডিসকাউন্টে বই বিক্রি করছে। এছাড়াও বিশেষ কিছু বইয়ে ৫০% থেকে ৭০% কমিশনে/ ডিসকাউন্টে ও বই বিক্রি করছে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া অন্যান্য প্রকাশনা প্রতিষ্ঠানগুলোও বইয়ের ধরণ ভেদে ৩৫% হতে ৫০% পর্যন্ত কমিশন/ ডিসকাউন্ট প্রদান করছে।
ইসলামিক বই মেলা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এর দক্ষিণ চত্বরে আগামী ০৮ নভেম্বর ২০২২ পর্যন্ত চলবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest