ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২২
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
সম্প্রতি বরিশালে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে নগরী পানিবন্ধী হয়ে পড়েছে জনগণ।শহর কিংবা গ্রামের রাস্তা, মাঠ, স্কুল,কলেজ ক্যাম্পাস, লেকপাড় সর্বত্র শুধু পানি থই থই করছে।
আর এই পানিকে কেন্দ্র করেই দেখা মিলছে বিভিন্ন বিষধর সাপের। সর্বশেষ ২৫ অক্টোবর মঙ্গলবার নগরীর ২৬ নং ওয়ার্ড হরিনাফুলিয়া গ্রামের সিকদার বাড়ির রাস্তায় গোখরা প্রজাতির সাপের দেখা মিলেছে। এতে আতঙ্কে রয়েছে পুরো বাড়ির বাসিন্দারা।এ বিষয়ে বাড়ির বাসিন্দা মোজাম্মেল সিকদার বলেন, সর্বপ্রথম সাপ চোখে পড়ে শিশুদের, মূলত পানির প্রভাবে সাপের উপদ্রব বেড়ে গেছে৷ আমরা এ পর্যন্ত তিনটি সাপ মেরেছি।
এছাড়া বরিশাল নগরীর ২২নং ওয়ার্ড কাজিপাড়া নিবাসী শেখ তৌহিদুল ইসলাম তার বাসা থেকে বিষধর সাপ মেরেছেন।এতে পুরো এলাকায় সাপের আতংক বিরাজ করছে।
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের পূর্ব পাশে অবস্থানরত বাসিন্দারাও সাপের আতঙ্কে উদ্দীগ্ন দিন পার করছে। সকলের একটাই দাবি সিটি কর্পোরেশন কিংবা জনপ্রশাসনিক ভাবে সাপের আতঙ্ক ও উপদ্রব থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।
গোখরা প্রজাতির সাপের বিষ মূলত একটি শক্তিশালী- সিনপটিক নিউরোটক্সিন এবং কার্ডিওটক্সিন সমৃদ্ধ, যা দংশনের ৪০-৫৫ মিনিটের মধ্যে মানুষের মৃত্যু হয়ে থাকে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST