ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
বিশেষ প্রতিনিধিঃ ‘হাতের পরিচ্ছন্নতায় এসো সবাই এক হই’ এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং ফিড দ্যা ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটির সহযোগিতায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার(২৭ অক্টোবর) সকাল ১০ টায়
এ দিবস টি উপলক্ষে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মোসা. নিপা বেগম এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল ইমরান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সহকারী পরিচালক মো. এনায়তুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.শফিকুল ইসলাম, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম সালাম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো.মিজানুর রহমান সিকদার প্রমূখ।
এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, শিক্ষার্থীরা উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST