ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২২
মিলন কান্তি দাস
নলছিটি,ঝালকাঠি
নলছিটির পক্ষাঘাতে চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলা দিলীপ চন্দ্র দাসকে হুইল চেয়ার প্রদান করলো নলছিটি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র।
২০১৪ সালে ব্রেইন স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন নলছিটি পৌরসভার তারার বাড়ি সড়কের বাসিন্দা ও লন্ড্রী ব্যবসায়ী দিলীপ চন্দ্র দাস। দীর্ঘদিন চিকিৎসা ও থেরাপি গ্রহণ করার পরেও হাটাচলার ক্ষমতা ফিরে আসেনি। বিষয়টি জানতে পেরে নলছিটি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কনসালট্যান্ট ডা.আরাফাতুল ইসলাম সম্রাট তার পরিবারের সদস্যদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলেন।
আজ ১ নভেম্বর মঙ্গলবার দুপুরে অসুস্থ দিলীপ দাসের চলাচলের জন্য একটি হুইল চেয়ার তার হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ’র সিনিয়র শিক্ষক ও নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মোঃ অহিদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম,মোঃ জসীম খান,মোঃ তাওহীদ রব্বানী এবং ওই পরিবারের সদস্য মিলন দাস।
কনসালট্যান্ট ডা.আরাফাতুল ইসলাম সম্রাট জানান তারা নলছিটির বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সহ স্ট্রোক সহ বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করে থাকি। দিলীপ দাসের কথা জানতে পেরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন,সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি হুইল চেয়ার তার হাতে তুলে দিয়েছি। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও স্ট্রোকের রোগী থাকলে তাদের কাছে পাঠানোর অনুরোধ করেন। সরকারের এই মহতি উদ্যোগ বাস্তবায়ন করতে তারা সর্বদা কাজ করে যাচ্ছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST