নলছিটিতে শ্যামাপুজা উপলক্ষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২২

নলছিটিতে শ্যামাপুজা উপলক্ষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন

নলছিটি প্রতিনিধিঃ
নলছিটিতে প্রায়াত শিক্ষক নিতাই চন্দ্র রায়ের পারিবারিক মন্দিরে অনুষ্ঠিত শ্যামাপুজা উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
৪ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়।
পুজা উদযাপন পরিষদ’র সম্পাদক তপন কুমার দাস’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ’র সিনিয়র শিক্ষক ও নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস,বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনাতন চক্রবর্তী। উপস্থিত ছিলেন মন্দিরের সেবাইত স্বপন মুখার্জি,সুধীর চন্দ্র মন্ডল,উজ্জ্বল চক্রবর্তী,দ্বীপান্বিতা কর্মকার দীপা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক অরবিন্দ পোদ্দার তপু।
অ্যাডভোকেট বিপ্লব কুমার রায় জানান তাদের পারিবারিক এই মন্দিরে এরপর থেকে বাচ্চাদের জন্য আরো বড়ো ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগীত ও আবৃত্তি করে দ্বীপান্বিতা কর্মকার দ্বীপা,
সার্থক দাস,অনিন্দিতা কর্মকার,অন্তর চক্রবর্তী,অদ্বীতিয়া দাস মৌমি,মৃত্তিকা শীল।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest