বরিশাল ওয়াইডব্লিউসিএ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৩

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
আজ ৯ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গণে ওয়াইডব্লিউসিএ নাসারী স্কুলের ৫৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাঞ্জেলা বারুই প্রধান শিক্ষক ওয়াইডব্লিউসিএ বরিশাল। বিশেষ অতিথি হিসবে উপস্হিত ছিলেন সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ রবিউল হাসান ভূঁইয়া, অঞ্জু রানী বৈদ্য, সভানেত্রী, বরিশাল ওয়াইডব্লিউসিএসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি। জাতীয় পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা করেন। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest