ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৩
বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালী দুমকি উপজেলায় আংগারিয়া ইউনিয়নে বিএনপি
নেতা–কর্মীদের মিছিল–স্লোগানে মুখর হয়ে ওঠে বিএনপির পদযাত্রা কর্মসূচি। আংগারিয়া ১১ ফেব্রুয়ারি –কর্মীদের মিছিল–স্লোগানে মুখর হয়ে ওঠে বিএনপির পদযাত্রা কর্মসূচি। আঙ্গারিয়া বন্দর পাতাবুনিয়া বাজার কদমতলা দুমকি টিএনটি অফিস, আংগারিয়া ১১ ফেব্রুয়ারি
বিএনপির কর্মসূচি ছিল নীরব পদযাত্রার। সেই কর্মসূচিতে অংশ নেওয়া নেতা-কর্মীরা স্লোগান দিলেন, মিছিলও করলেন। এসব স্লোগান ছিল সরকার, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং পুলিশের নির্যাতন–হয়রানির বিরুদ্ধে। এ ছাড়া বিএনপির নেতা-কর্মীরা প্রায় ১০ কিলোমিটার সড়ক পায়ে হাঁটেন। আঙ্গারিও বন্দর, কদম তলা,দুমকি টিএনটি অফিস পর্যন্ত হেঁটে যেতে সময় লাগে ১ ঘণ্টা ৪৫ মিনিট।
আজ শনিবার আংগারিয়া ইউনিয়ন বিএনপির নিঃশব্দ পদযাত্রা কর্মসূচিতে গিয়ে এমন চিত্র দেখা গেছে। দলীয় নির্দেশনা মোতাবেক গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে এই কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী দলের নেতা-কর্মীরা।
‘পদযাত্রা’ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল জিএম আনিসুর রহমান, মোঃ নুরুল ইসলাম খান( সাধারণ সম্পাদক আংগারিয়া ইউনিয়ন) হাবিবুর রহমান নান্নু (যুগ্ন আহবায়ক দুমকি উপজেলা যুবদল)
পদযাত্রা শুরুর পর কর্মসূচিতে অংশ নেওয়া প্রতিটি এলাকার নেতা-কর্মীরা মিছিল ও স্লোগান দেওয়া শুরু করেন। তখন বিএনপির নেতা-কর্মীরা স্লোগান দিয়ে বলেন, খালেদা জিয়ার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই; এক জিয়া লোকান্তরে, লক্ষ্য জিয়া ঘরে ঘরে’। আর সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া স্লোগানগুলো হচ্ছে—‘চোর চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর; হাসিনার গদিতে, আগুন জ্বালো এক সাথে; ধরি ধরি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না’।।।
পদযাত্রা শেষে ইউনিয়ন বিএনপি’র সভাপতি মুহিব্বুল্লাহ বোর্ড স্কুল দাঁড়িয়ে নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘শান্তিপূর্ণভাবে পদযাত্রায় অংশ নেওয়ার জন্য স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, যুবদল, ছাত্রদলের, মহিলা দলের বিভিন্ন, ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের অনেক ধন্যবাদ। আমরা আমাদের কর্মসূচি এখানেই শেষ করছি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST