মুরাদিয়া আজিজ আহম্মেদ কলেজ-দুমকিতে কলেজ গভর্নিংবডির ৩অভিভাবক সদস্যের ভোট বর্জণ

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৩

মুরাদিয়া আজিজ আহম্মেদ কলেজ-দুমকিতে কলেজ গভর্নিংবডির ৩অভিভাবক সদস্যের ভোট বর্জণ

বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজ গভর্নিংবডির অভিভাবক সদস্য নির্বাচন বর্জণ করেছেন প্রতিদ্বন্দি ৩প্রার্থী। গতকাল রবিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রেসক্লাব, দুমকির সম্মেলন কক্ষে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে অভিভাবক সদস্য প্রার্থী মো: ফারুক খন্দকার, মো: লিটন ফকির ও আ: রাজ্জাক হাওলাদার নামের তিন প্রার্থী নির্বাচন বর্জণের ঘোষনা দেন।
লিখিত বক্তব্যে প্রার্থীরা অভিযোগ করেন, নির্বাচনী কার্যক্রমে দায়িত্বরত কর্মকর্তার একঘুয়েমী, পক্ষপাতমূলক আচরণ, নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ, ত্রুটিপূর্ণ ভোটার তালিকা, একাধিক মৃত্যু ব্যক্তিকে ভোটার করা, একই ব্যক্তির একাধিক ভোটার করাসহ নানা অনিয়মের প্রতিবাদে তারা আজকে ভোটের প্রতিদ্বন্দিতা থেকে সড়ে দাড়াতে বাধ্য হয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিভাবক সদস্য প্রার্থী মো: ফারুক খন্দাকার বলেন, তাকে নির্বাচনী প্রচারণা বাঁধা প্রদান এবং নির্বাচনী ক্যাম্প ভাংচুর করা হয়েছে। এসব অভিযোগ দেয়া হলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (কলেজ অধ্যক্ষ) কোন ব্যবস্থা গ্রহণ করেন নি। তাছাড়া কলেজ কর্তৃপক্ষের অনুগত হিসেবে চিহ্নিত তিন প্রার্থী বার বার আচরণ বিধি লঙ্ঘণ করলেও তা দেখেও না দেখার ভান করছেন, পক্ষপাতমূলক আচরণ করছেন। চুড়ান্ত ভোটার তালিকায় ক্রমিক নং ১৮, ১২৭, ৪৪৩, ৪১২, ৪১৩, ০৭ ও ৩৪০ (একই ব্যক্তি একাধিক ভোটার, মৃত দু‘ব্যক্তিকে ভোটার করা হয়েছে। কলেজের কতিপয় শিক্ষক ও নির্বাচনী দায়িত্বরত কর্মকর্তাদের কেউ কেউ প্রকাশ্যে কোন কোন প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালানো-এমনকি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে একজন প্রার্থীর পক্ষে ভোট চেয়ে নির্বাচনকে বিতর্কিত করেছেন। তাই তারা কলেজ কর্তৃপক্ষের এমন সাজানো-পাতানো ও ত্রুটিপূর্ণ নির্বাচন বয়কট করতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে নির্বাচনের রিটানিং অফিসার ও কলেজ অধ্যক্ষ আহসানুল হক বলেন, আনীত অভিযোগ সঠিক নয় দাবি করে বলেন, কেউ কখনো আমার কাছে কোন অভিযোগ করেনি। ভোটের দিন সকাল ৯টায় এসে মৌখিক অভিযোগ দিয়ে ভোট বর্জন করেছেন। নির্বাচনী তপসিল এবং ভোটার তালিকায় ত্রুটির প্রশ্নে বলেন, ছাত্রছাত্রীদের ভর্তি রেজিষ্ট্রারের তথ্য অনুসারে ভোটার করা হয়েছে। কাগজপত্রে মৃতের উল্লেখ না থাকায় ত্রুটি থাকতে পারে। এমন আপত্তিকৃত ভোটারের ভোটাধিকার স্থগিত করা হয়েছে এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে।
উল্লেখ্য, আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুমকি উপজেলার মুরাদিয়া আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজ গভর্নিংবডির অভিভাবক সদস্য নির্বাচনের ভোট গ্রহণ চলছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest