বরিশালে কেন্দ্রীয় কারাগারে মাদকবিরোধী আলোচনা সভা ও জেন্টস পার্লার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন।

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৩

বরিশালে কেন্দ্রীয় কারাগারে মাদকবিরোধী আলোচনা সভা ও জেন্টস পার্লার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন।

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

আজ ১৫ই ফেব্রুয়ারি বুধবার সকাল ১০ টায় বরিশাল কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতি, সমাজসেবা অধিদফতর এবং বরিশাল কেন্দ্রীয় কারাগার এর আয়োজনে বরিশাল কেন্দ্রীয় কারাগার পরিদর্শন কারাবন্দীদের জন্য জেন্টস পার্লার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার রত্না রায়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার, চেয়ারম্যান উপজেলা পরিষদ বরিশাল সদর আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, অতিরিক্ত পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় বরিশাল পরিতোষ কুমার কুন্ড, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল মামুন তালুকদার, নারী নেত্রী প্রফেসর শাহ সাজেদা, নির্বাহী পরিচালক সেইন্ট বাংলাদেশ কাজী জাহাঙ্গীর কবির, প্রবেশ অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন। শুরুতে জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন ফিতা কেটে কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতি, সমাজসেবা অধিদফতর এর জেন্টস পার্লার প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন। পরে কারাবন্দীদের অংশগ্রহণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল এর আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিরা মাদকবিরোধী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে প্রধান অতিথি জেলা প্রশাসকসহ কমিটির সদস্যদের সাথে নিয়ে কারাগার পরিদর্শন করেন।

পরে সেখানে অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতির সভা অনুষ্ঠিত হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest