ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
মাসুম বিল্লাহ জাফর (তালতলী)বরগুনা প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় রাবেয়া নামক এক পাগলীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশি ওসমান হাওলাদারের বিরুদ্ধে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের দাবি ৫-৭ দিন পূর্বের ঘটনা এটি। অন্যদিকে অভিযুক্ত ওসমান হাওলাদারের দাবি দুই থেকে আড়াই মাস পূর্বের ঘটনা।
সরেজমিন গিয়ে জানা গেছে, ওসমান হাওলাদারের ছেলে ইউসুফের বাড়ি ফাকা থাকায় ওই পাগলীকে সুকৌশলে বাড়ীতে নিয়ে ধর্ষণ করা হয়। তবে ওসমান হাওলাদার স্থানীয় এক ইউপি সদস্য পদ-প্রার্থীর ছত্র ছায়ায় থাকার কারনে গ্রামের মানুষের মুখে মুখে পাগলী ধর্ষণের গুনজন শোনা গেলেও বিষয়টি ধামাচাপা দিতে চলছে দৌড়ঝাঁপ।
এবিষয়ে পাগলীর ভাই বাবুল মল্লিক (৪৫) বলেন, আমার বোন মানসিক ভারসাম্যহীন রোগী (পাগলী)। আমি শুনেছি তার সাথে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি।এবং বিষয়টি ভালো ভাবে জানার চেষ্টা করছি।অবশ্যই আমরা আইনী পক্রিয়া গ্রহণ করব।
অভিযুক্ত ওসমান হাওলাদার (৬২) বিষয়টি ক্যামেরার সামনে অস্বীকার করে বলেন এটা আমার বিরুদ্ধে স্বড়যন্ত্র। এলাকার সবাই আমার বিপক্ষে, কেউ আমাকে ভালো জানেনা। তাই আমাকে হয়রানী করার জন্য এলাকার মানুষজন এমন মিথ্যা ঘটনার সৃষ্টি করছে।
কিন্তু এ প্রতিবেদকের কথার ছলে বেরিয়ে আসে আসল রহস্য, সেখানে তিনি তার বক্তব্যে বলেন, এ ঘটনা দুই থেকে আড়াই মাস পূর্বের।আমি স্থানীয় নির্বাচনে ইউপি সদস্য প্রার্থী মতলেব আকনের (ফুটবল প্রতীক) পক্ষে কাজ করি তাই লোকে আপনাদের কাছে দুই মাস আগের ঘটনাকে ১ সপ্তাহ আগের ঘটনা বলে জানিয়েছে।তবে সাংবাদিকের সাথে ওসমানের এই গোপন আলাপ তার অজান্তে গোপন ক্যামেরায় ভিডিওর পাশাপাশি মোবাইল ফোনে রেকর্ড হয়ে যায়।
এবিষয়ে আবুল বাশার বাদশা তালুকদার এ প্রতিবেদকে মুঠোফোনে বলেন, ভাই এই ইলেকশনের মধ্যে ঝামেলা পাতাইয়েন না।আপনার সাথে আমি দেখা করবো।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST