ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৩
এম কে কামরুল ইসলাম বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার
পাটিখালঘাটা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল উত্তর মরিচবুনিয়া গ্রাামের বেপারি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ কয়েক কাঠা জমিতে গাঁজা চাষের সন্ধান পেয়ে দুই গাজা চাষীকে গ্রেপ্তার করেছে। এ সময় আটককৃতদের চাষকৃত জমি থেকে পুলিশ দুই শত পাঁচটি (২০৫টি) গাঁজা গাছ জব্দ করেছে বলে অভিযানে নেতৃত্ব দেয়া
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১মার্চ) গভীর রাতে উপজেলার
পাটিখালঘাটা ইউনিয়নের উত্তর মরিচবুনিয়া গ্রাামে অভিযান চালিয়ে পুলিশ
গাজাচাষী (জমির মালিক) রমেন বেপারি (৬০) ও তার প্রতিবেশী সহযোগী পরেশ
বেপারি (৪৬) কে আটক করে।
আটকের পর তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা পুলিশকে গাজা বাগানে
নিয়ে গেলে সেখানে বিপুল পরিমান গাঁজা গাছের সন্ধান পাওয়া যায়। পুলিশ
সেখান থেকে সবগুলো গাঁজা গাছ জব্দ করে ও অবৈধ মাদকের সাথে সংশ্লিষ্টতার
দায়ে আটক দু’জনকে থানায় নিয়ে আসে।
কয়েক ঘন্টা ব্যাপী পরিচালিত এই অভিযানে কাঠালিয়া থানার ওসি মো. মুরাদ
আলী, পরিদর্শক (তদন্ত) এইচএম শাহীনসহ পুলিশের একটি দল অংশ গ্রহন করেন।
খবর পেয়ে (রাজাপুর-কাঠালিয়া সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.মাসুদ
রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বিষয়টি
নিশ্চিত করে বলেন আটককৃত গাঁজাচাষীদের বিরুদ্ধে কাঠালিয়া থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। মামলা রুজু
করা হলে আসামীদের ঝালকাঠি আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, আটককৃত রমেন বেপারী ওই গ্রামের মৃত গনেশ বেপারীর ছেলে এবং
পরেশ বেপারী একই গ্রামের মৃত গোপাল বেপারীর ছেলে। দীর্ঘ দিন ধরে কৃৃষি
কাজের আড়ালে তারা এহেন গাঁজা চাষ করে আসছিল বলে স্থানীয়রা জানিয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST