দুমকিতে অগ্নিকান্ডে সর্বস্বান্ত ৫ পরিবারের পাশে ড:ওহাব মিনার।

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় সর্বস্বান্ত ৫ পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবিপার্টির কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহবায়ক ও বরিশাল বিভাগের সমন্বয়ক প্রফেসর ডা: মেজর (অব.) আবদুল ওহাব মিনার।
শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ড: আবদুল ওহাব মিনার ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের হাতে ৫০ হাজার টাকা তুলে দিয়ে পরবর্তীতে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়ড়া ৮নং ওয়ার্ডের সরকার বাড়ির কালাম সরকার, ইউনুস সরকার, মনির সরকার ও মোসলেম সরকারসহ ৫টি বসতঘর মূহুর্তেই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত অই পাঁচ পরিবারের অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest