ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৩
বিশেষ প্রতিনিধিঃআসন্ন ঈদ উলফিতার নারীর টানে ঘরমুখোর মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পটুয়াখালীর দুমকীতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার বিকাল ৪.৩.০০ মিনিট সময় লেবুখালী পাগলার মোড় এলাকায় পটুয়াখালীর নির্বাহি ম্যাজিস্ট্রেট চেন মং রাখাইন ও দুমকী উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আল ইমরান পটুয়াখালী র্যব-৮ স্টেশন কমান্ডার মো গাজী লুৎফর রহমান সহ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এ সময়ে বেপারী পরিবহনের চালক মাহতাব আলী (২৫) হালকা লাইসেন্স দিয়ে ভারী বাহন চালনার দায়ে চার হাজার টাকা ও মোটর সাইকেল চালক আবু তাহের (২৩)কে হেলমেট ছাড়া বাহন চালনার দায়ে দুই হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও কয়েকটি গাড়ীর চালককে ট্রাফিক সংকেত মেনে গাড়ী চালানোর জন্য সতর্ক করেন। এ বিষয়ে নির্বাহি ম্যাজিস্ট্রেট চেন মং রাখাইন বলেন, ’ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও নিশ্চিত করার জন্য নিরাপদ যাত্রায় এ অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST