বরিশালে কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৩

বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ড।

মেট্রোপলিটন কাউনিয়া থানাধীন ৫ নং ওয়ার্ড পলাশপুর ৮ নং গুচ্ছ গ্রাম এলাকার বাসিন্দা মোঃ বেল্লাল মোল্লার ছেলে ইয়াসিন মোল্লা (১১) নামে এক শিশু গোসল করতে নেমে নিখোঁজ হয়।

গতকাল মঙ্গলবার ২৫ এপ্রিল দুপুর একটা ত্রিশ মিনিটের সময় ৮ নং গুচ্ছ গ্রাম ঘেরের পাড় থেকে কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলো।

আজ বুধবার ২৬ এপ্রিল সকালে মোহাম্মদ পুর চরে লাশটি ভেসে উঠে। এসময় আবুল প্যাদা নামে এক জেলে লাশটি দেখে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ পুলিশ, কাউনিয়া থানা পুলিশের সহযোগিতায় তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, বিষয়টি শুনে ঘটনা পুলিশ পাঠানো হয়েছে ও লাশটি উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ জলিল বলেন, গতকাল বিষয়টি শুনে তাৎক্ষণিক ঘটনা স্থালে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। আজ সকালে স্থানীয়দের সহয়তায় লাশটি উদ্ধার করেছে। তিনি আরও জানান, লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।সদর নৌ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

৫নং ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনি বলেন, আজ সকালে স্থানীয়রা লাশটি দেখে কাউনিয়া থানা, নৌ পুলিশ, কোস্ট গার্ড, ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় লাশটি উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest