কুড়িগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে হলদে পাখি সমাবেশ

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, জুন ২০, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি : ২০/০৬/২৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ডেঙ্গু , পুষ্টি ও ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্টিত হয় । গার্ল গাইডসের হলদে পাখি দলের শতাধিক শিশু অংশ নেয়। বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন, কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন। বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রোখসানা পারভীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, সনাকের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জারিন তাসনিম, গার্ল গাইডস কমিশনার মনোয়ারা রহমান বেলি প্রমুখ।
পরে শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest